ঝালকাঠিতে ইফতারের সময় ডাকাতির চেষ্টা

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ২০: ২৫

ঝালকাঠিতে ইফতারের সময় ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যায় তারা।

রোববার শহরের ডাক্তারপট্টি সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের সময় ডাক্তারপট্টি এলাকায় একটি পিকআপ গাড়িতে এসে ডাকাতির চেষ্টা করেন বেশ কয়েকজন। এ সময় দোকান মালিকদের চিৎকারে তাদের ধাওয়া দেন আশপাশের লোকজন। পরে বোমা বিস্ফোরণ ঘটাতে ঘটাতে ফায়ার সার্ভিস মোড় হয়ে বরিশালের দিকে চলে যায় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী দিবস তালুকদার বলেন, ঘটনার পরপরই ডাক্তারপট্টির সব স্বর্ণের দোকান বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, সন্ধ্যায় ইফতার নিয়ে ব্যস্ত ছিলেন ব্যবসায়ীরা। এ সুযোগে স্বর্ণের দোকানে ডাকাতির পরিকল্পনা করে দুর্বৃত্তরা। কিন্তু স্থানীয়দের সচেতনতায় সম্ভব হয়নি। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ডাকাতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত