চরফ্যাশনে কর্মী সমাবেশে মোস্তফা কামাল

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জামায়াত সবসময় অতন্দ্র প্রহরী

উপজেলা প্রতিনিধি, (চরফ্যাশন) ভোলা
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৬: ৪৬
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২১: ২৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল অঞ্চল টিম সদস্য ও ভোলা জেলার সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে।

বুধবার সন্ধ্যায় চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মোস্তফা কামাল বলেন, বাংলাদেশের মানুষ দেখছে জামায়াতের নেতা কর্মীরা সৎ ও লোভহীন জীবনযাপন করছে। এজন্য মানুষ দেশের শাসনভার জামায়াতের কাছে দিতে মুখিয়ে আছেন। আগামী সংসদ নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হলে মানুষ ভোট বিল্পবের মাধ্যমে সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিবে।

তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় এলে রাষ্ট্রের কাছে প্রত্যেক নাগরিকের পাওনা তাদের কাছে ন্যায্যতার ভিত্তিতে বণ্টন করা হবে। আগামী সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে জামায়াতের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত