কুয়াকাটা সৈকতে ভেসে এলো নিখোঁজ জেলের লাশ

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ১১: ৫৯

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের মীরাবাড়ী পয়েন্টে ভেসে আসা এক জেলের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন।

নিহতের নাম নজরুল হাওলাদার (৬০)। তিনি কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মঞ্জুপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত তাজেম আলী হাওলাদারের ছেলে।

নজরুল হাওলাদারের ছেলে নাসির হাওলাদার মরদেহটি শনাক্ত করেন। তিনি জানান, গত ২৩ জুলাই তার বাবা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হন। আজ সকালে খবর পেয়ে এসে দেখেন, সৈকতে ভেসে আসা লাশটি তার বাবার।

স্থানীয় বাসিন্দা মনসুর হাওলাদার বলেন, ‘সকালে সাগরপাড় ধরে হাঁটছিলাম। হঠাৎ ব্লকের ওপর একটি লাশ পড়ে থাকতে দেখি। শরীরের কিছু অংশ গলে গেছে, দেখে মনে হচ্ছে কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে।’

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ‘মরদেহ উদ্ধারের সময় নিহতের পরনে ছিল কালো রঙের একটি রেইনকোট। নিহতের পরিবারের পক্ষ থেকে মরদেহ শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

স্থানীয়দের দাবি, সম্প্রতি সমুদ্রের প্রতিকূল আবহাওয়ার কারণে জেলেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত