আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাজাপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

উপজেলা প্রতিনিধি, রাজাপুর (ঝালকাঠি)

রাজাপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক মোল্লার নেতৃত্বে শতাধিক বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সাতুরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে আয়োজিত যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

বিজ্ঞাপন

এ সময় ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকসহ জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী আদর্শ ও দেশের কল্যাণে কাজ করার লক্ষ্যেই তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, আগামীর রাজনীতিতে নৈতিকতা ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় জামায়াতে ইসলামী নেতারা নবাগতদের স্বাগত জানান এবং সংগঠনকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...