মহানবীকে নিয়ে কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তির দাবিতে সড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)
প্রকাশ : ১৭ মে ২০২৫, ২১: ৩৬

বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে সৌরভ দত্ত নামে এক যুকবকে গ্রেপ্তার করেছে বরিশালের বাকেরগঞ্জ থানা পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার কলসকালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় পোস্টটি ভাইরাল হওয়ার পরপরই মিছিলসহকারে বাকেরগঞ্জ থানায় অবস্থান নেন কয়েক হাজার মানুষ। শনিবার সকাল পর্যন্ত মুসল্লিরা থানা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর তারা বাকেরগঞ্জ কলেজের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন।

বিজ্ঞাপন

এ সময় আন্দোলনকারীরা অভিযুক্ত সৌরভ দত্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন। দাবি মেনে নেওয়ার আশ্বাসে তারা দুই ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

এদিকে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে শনিবার অতিরিক্ত পুলিশ সুপার আলাউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার, ওসি আবুল কালাম আজাদ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বৈঠক করেন।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সৌরভ দত্তকে রাতেই পুলিশ গ্রেপ্তার করেছে। সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইনের মাধ্যমে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত