বরিশাল নগরীর চিহ্নিত অপরাধী নাক কাটা ​রুবেল গ্রেপ্তার

বরিশাল অফিস
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১৮: ৩৪
বরিশালে গ্রেপ্তার

বরিশালে দাবিকরে চাঁদার টাকা না পেয়ে এক নারীর পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যা মামলার প্রধান আসামি রুবেল শরীফ (৪০) ওরফে নাক কাটা রুবেলকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

শনিবার সকালে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডে খালেদাবাদ কলোনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রুবেল শরীফ (৪০) ওরফে নাক কাটা রুবেলের বিরুদ্ধে নানা অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গর্ভবতী নারীর পেটে লাথি মেরে গর্ভের সন্তান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি বছরের ৩০ জুন বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে খালেদাবাদ কলোনীর বাসিন্দা মো. লাডলার মেয়ে সিম্মী (২৩) মামলাটি দায়ের করেছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত