আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাদকবিরোধী অভিযানে যুবদল নেতা মাহতাব গ্রেপ্তার

বরিশাল অফিস

মাদকবিরোধী অভিযানে যুবদল নেতা মাহতাব গ্রেপ্তার

বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার টরকী বাসস্ট্যান্ডের ঈগল কাউন্টারের পেছনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়, মাদক সেবন ও কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে গৌরনদী মডেল থানা পুলিশের বিশেষ টিম অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে তিন পিস ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ গোলাম মাহতাবকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে অংশ নেওয়া গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল বলেন, দীর্ঘদিন ধরে ওই স্থানে মাদক সেবন ও বেচাকেনা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম মাহতাবকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত রয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে বাসস্ট্যান্ডের কাউন্টারের পেছন থেকে গোলাম মাহতাব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসআই জুয়েল বাদী হয়ে একটি মামলা করেছেন। তাকে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মনির হোসেন বলেন, আমি শুনেছি মাদক সেবনকালে গোলাম মাহতাবকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক সেবন-বিক্রি বা শেল্টার কোনোটিকেই বিএনপি প্রশ্রয় দেয় না। যদি কেউ দলের নাম ব্যবহার করে অপকর্মে জড়িত থাকে এবং তা প্রমাণিত হয় তাহলে দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...