মা ইলিশ সংরক্ষণে ইন্দুরকানীতে প্রস্তুতিমূলক সভা

উপজেলা প্রতিনিধি, ইন্দুরকানী (পিরোজপুর)
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ১২

পিরোজপুর ইন্দুরকানীতে প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনতা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মোহাম্মদ আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিলন তালুকদার।

এছাড়াও বক্তব্য রাখেন ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, প্রেস ক্লাব সম্পাদক মনিরুজ্জামান খান, মৎস্যজীবী দলের সভাপতি মামুন কাজী প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকসহ মৎস্যজীবী ও জেলেরা উপস্থিত ছিলেন। ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে। এ সময় নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত