কুয়াকাটায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১৪: ০৮

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন গঙ্গামতি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে লাল কম্বলে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি সৈকতে হাঁটার সময় প্রথমে লাশটি দেখতে পান। দূর থেকে লাল কম্বলের মতো কিছু ভেসে আসতে দেখে তিনি কাছে যান এবং বুঝতে পারেন এটি একটি লাশ। পরে তিনি দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম বলেন, ‘দূর থেকে লাল কম্বলে মোড়ানো কিছু ভেসে আসতে দেখি। কাছে গিয়ে দেখি এটি একটি লাশ। এরপর পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে।’

এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ‘লাল কম্বলে মোড়ানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত