দানিসুর রহমান লিমন, বাকেরগঞ্জ (বরিশাল)
বরিশালের বাকেরগঞ্জে বৃদ্ধ ক্বারী মজিদ মোল্লা ১১৮ বছর বয়সেও চশমা ছাড়া পড়েন কোরআন শরিফ, মসজিদে করেন ইমামতি।
ক্বারী মজিদ মোল্লা উপজেলার কলসকাঠী ইউনিয়নের দিয়াতলি গ্রামের মৃত হাতেম আলী মুন্সীর ছেলে ।
সরেজমিনে জানা যায়, ক্বারী মজিদ মোল্লা দিয়াতলি গ্রামের মৃত হাতেম আলী মুন্সী ও সকিনা বিবি দম্পতির তিন সন্তানের মধ্যে মেজ। বাংলা ১৩১৫ সনে তিনি জন্মগ্রহণ করেন। তার তিন ভাই বোনের দুজন মারা গেছে অনেক আগেই। আল্লাহর রহমতে তিনি মোটামুটি ভালো আছেন।
নামাজের সময় হলেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন নামাজের উদ্দেশে। পায়ে হেঁটে প্রতিদিন মসজিদে গিয়ে করেন ইমামতি। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এবং চশমা ছাড়াই পড়েন কোরআন শরিফ।
এখনো তিনি নিজের পরিবারের জন্য এক থেকে দেড় কিলোমিটার পথ পায়ে হেঁটে কলসকাঠী গিয়ে বাজার করেন। গল্পে মাতেন নাতিদের সঙ্গে, পড়ে শোনান কোরআনের আয়াত।
ক্বারী মজিদ মোল্লা বলেন, ছাত্রজীবনে কুমিল্লা হজরত ইব্রাহিম কারী মাদরাসা থেকে ক্বারী পাস করে চলে আসে নিজ এলাকায়। বাড়ির পার্শ্ববর্তী ঢাপরকাঠী গ্রামের একটি মসজিদে ইমামতি শুরু করেন।
তার চার মেয়ে ও দুই ছেলে। মসজিদে ইমামতি করে অর্থের অভাবে ছেলে-মেয়েদের তেমন লেখাপড়া করাতে পারেননি। চার মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলেরা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। ছেলেদের মোটামুটি আয়ে দুই পুত্রবধূ ও নাতি-নাতনি নিয়ে চলে তার সংসার।
তিনি আরো বলেন, স্থানীয়দের সহায়তায় তিনি মসজিদটি নির্মাণ করেছেন। আল্লাহ যাতে মসজিদটিকে কবুল করেন। জামাতে নামাজ পড়াতে তিনি আনন্দ পান। তবে আগের মতো এখন আর চলাফেরা করতে পারেন না। বাড়ি থেকে মসজিদের দূরত্ব প্রায় দুই থেকে তিনশ মিটার।
স্থানীয় মুসল্লিরা জানান, ১১৮ বছর বয়সি মজিদ মোল্লা চশমা ছাড়াই সবকিছু স্পষ্ট দেখতে পান। বয়সের ভারে নুয়ে লাঠিতে ভর করে এখনো ইসলামের আলো ছড়াচ্ছেন গ্রামে ঘুরে ঘুরে।
কলসকাঠী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল করিম দুলাল জানান, আবদুল মজিদ ক্বারী এলাকার সবচেয়ে প্রবীণ ব্যক্তি। ইউনিয়ন পরিষদ থেকে তার জন্য কিছু একটা করার চেষ্টা করব।
বরিশালের বাকেরগঞ্জে বৃদ্ধ ক্বারী মজিদ মোল্লা ১১৮ বছর বয়সেও চশমা ছাড়া পড়েন কোরআন শরিফ, মসজিদে করেন ইমামতি।
ক্বারী মজিদ মোল্লা উপজেলার কলসকাঠী ইউনিয়নের দিয়াতলি গ্রামের মৃত হাতেম আলী মুন্সীর ছেলে ।
সরেজমিনে জানা যায়, ক্বারী মজিদ মোল্লা দিয়াতলি গ্রামের মৃত হাতেম আলী মুন্সী ও সকিনা বিবি দম্পতির তিন সন্তানের মধ্যে মেজ। বাংলা ১৩১৫ সনে তিনি জন্মগ্রহণ করেন। তার তিন ভাই বোনের দুজন মারা গেছে অনেক আগেই। আল্লাহর রহমতে তিনি মোটামুটি ভালো আছেন।
নামাজের সময় হলেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন নামাজের উদ্দেশে। পায়ে হেঁটে প্রতিদিন মসজিদে গিয়ে করেন ইমামতি। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এবং চশমা ছাড়াই পড়েন কোরআন শরিফ।
এখনো তিনি নিজের পরিবারের জন্য এক থেকে দেড় কিলোমিটার পথ পায়ে হেঁটে কলসকাঠী গিয়ে বাজার করেন। গল্পে মাতেন নাতিদের সঙ্গে, পড়ে শোনান কোরআনের আয়াত।
ক্বারী মজিদ মোল্লা বলেন, ছাত্রজীবনে কুমিল্লা হজরত ইব্রাহিম কারী মাদরাসা থেকে ক্বারী পাস করে চলে আসে নিজ এলাকায়। বাড়ির পার্শ্ববর্তী ঢাপরকাঠী গ্রামের একটি মসজিদে ইমামতি শুরু করেন।
তার চার মেয়ে ও দুই ছেলে। মসজিদে ইমামতি করে অর্থের অভাবে ছেলে-মেয়েদের তেমন লেখাপড়া করাতে পারেননি। চার মেয়েকে বিয়ে দিয়েছেন। ছেলেরা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। ছেলেদের মোটামুটি আয়ে দুই পুত্রবধূ ও নাতি-নাতনি নিয়ে চলে তার সংসার।
তিনি আরো বলেন, স্থানীয়দের সহায়তায় তিনি মসজিদটি নির্মাণ করেছেন। আল্লাহ যাতে মসজিদটিকে কবুল করেন। জামাতে নামাজ পড়াতে তিনি আনন্দ পান। তবে আগের মতো এখন আর চলাফেরা করতে পারেন না। বাড়ি থেকে মসজিদের দূরত্ব প্রায় দুই থেকে তিনশ মিটার।
স্থানীয় মুসল্লিরা জানান, ১১৮ বছর বয়সি মজিদ মোল্লা চশমা ছাড়াই সবকিছু স্পষ্ট দেখতে পান। বয়সের ভারে নুয়ে লাঠিতে ভর করে এখনো ইসলামের আলো ছড়াচ্ছেন গ্রামে ঘুরে ঘুরে।
কলসকাঠী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল করিম দুলাল জানান, আবদুল মজিদ ক্বারী এলাকার সবচেয়ে প্রবীণ ব্যক্তি। ইউনিয়ন পরিষদ থেকে তার জন্য কিছু একটা করার চেষ্টা করব।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
৩১ মিনিট আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
৩৮ মিনিট আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
১ ঘণ্টা আগে