‘দেশে কোরআনের শাসন প্রয়োজন’

স্টাফ রিপোর্টার, বরিশাল
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ২০: ১৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসাইন হেলাল বলেছেন, মানুষের কল্যাণে একটি রাষ্ট্র গড়ে তোলা প্রয়োজন। এজন্য কোরআনের আলোকে শাসনব্যবস্থা করতে হবে। ফলে দেশে খুন-ধর্ষণ, লুটপাট সবকিছুই বন্ধ হয়ে যাবে। তবেই দেশের শান্তি ফিরবে।

সোমবার বরিশাল নগরীর আইনজীবী সমিতি মিলনায়তনে মহানগর জামায়াতের ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মোয়াযযম বলেন, বর্তমানে দেশে ছোট্ট একটি শিশু নিরাপত্তা পাচ্ছে না। তার বাবাকে খুন করতে হয়। আমরা কঠিন ভাষায় সরকারকে বলতে চাই; ৩০ থেকে ৯০ দিনের মধ্যে দোষীদের বিচার করতে হবে।

মহানগর জামায়াতের আমির জহির উদ্দীন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মহানগর জামায়াতের নায়েবে আমির মাহামুদ হোসেন দুলাল ও সেক্রেটারি মতিউর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রাব্বানী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মামুনুর রশিদ, বিএনপি নেতা এবায়েদুল হক চাঁন, বরিশাল আদালতের সাবেক জিপি আলী আহম্মদ, ইসলামী ব্যাংকের বরিশাল জোনাল ম্যানেজার সরোয়ার হোসেন প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত