খানসামায় জাল ডলারের কারবার করার অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, খানসামা (দিনাজপুর)
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ২৮

দিনাজপুরের খানসামায় ডলার প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শফিকুল ইসলাম ওরফে শরিফুল (৩৫) নামে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যার আগে উপজেলার পাকেরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শফিকুল ইসলাম ওরফে (শরিফুল) আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট ফুলসা পাড়া গ্রামের শহিদুল হকের ছেলে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, আঙ্গারপাড়া ইউনিয়ন শাখা কমিটির ক্রিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে নিজেই স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২১ সালের ১০ মার্চ উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমান ও উপজেলা যুবদলের সদস্যসচিব ওবাইদুর রহমান মুন্সি স্বাক্ষরিত ইউনিয়ন কমিটির তালিকায়ও (সিরিয়াল নং-১৯) শফিকুল ইসলামের নাম ক্রিয়া সম্পাদক পদে অন্তর্ভুক্ত ছিল।

তবে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা যুবদলের সদস্যসচিব ওবায়দুর রহমান মুন্সি বিষয়টি অস্বীকার করে আমার দেশকে বলেন,“ওই ছেলে আমাদের দলের কিছুই না। ও বিএনপি-পাগল; খানসামায় দুই গ্রুপেই যাতায়াত করে। আমি এখন মিটিংয়ে আছি, পরে বিস্তারিত বলব।”

স্থানীয় সূত্রে জানা গেছে, শফিকুল ইসলাম অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি যুবদলের রাজনীতিতে সক্রিয় হন।

খানসামা থানার ওসি নজমুল হক আমার দেশকে বলেন,“ডলার প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। বিস্তারিত মূল বক্তব্য কালকে জানানো হবে।”

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত