টিভি দেখতে না দেয়ায় প্রাণ দিলো মাদরাসাছাত্র

প্রতিনিধি, দৌলতখান (ভোলা)
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ১৬: ৫৫

ভোলার দৌলতখানে টিভি দেখতে না দেয়ায় অভিমানে ইব্রাহিম নামে ১৪ বছর বয়সী এক মাদরাসাছাত্র আত্মহত্যা করেছে।

সোমবার রাতে উপজেলার চরখলিফা ইউনিয়নের কলাকোপা এলাকায় এ ঘটনা ঘটে। ইব্রাহিম একই এলাকার খাদিজাতুল কুবরা (রা.) মাদরাসার কিতাব বিভাগের ছাত্র। তার বাবার নাম ইকবাল।

বিজ্ঞাপন

মাদরাসাশিক্ষক বেলাল হোসাইন জানান, বাবা ইকবালের সঙ্গে মা সুরমা বেগমের বিচ্ছেদের পর নানির বাসায় থাকতো ইব্রাহিম। সোমবার মাদরাসা ছুটির পর বাসায় এসে টিভি দেখতে বসে। এ সময় নিষেধ করে তার মা। এতে ক্ষিপ্ত হয়ে টিভির রিমোট ভেঙে ফেলে ঘর থেকে বেরিয়ে যায় ছেলেটি।

একপর্যায়ে বাসায় এসে টয়লেটে গিয়ে বমি করতে থাকে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ইব্রাহিমকে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

দৌলতখান থানার ওসি জিলুর রহমান জানান, বিষপানে আত্মহত্যা করেছে বলে লিখিত অভিযোগ দিয়েছেন ইব্রাহিমের নানি ফরিদা বেগম। লাশটি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত