ভোলার চরফ্যাশনে মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ ও বিক্রির দায়ে ৬ ফার্মেসিকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভোলা ড্রাগ সুপার সুমন বিশ্বাস এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরফ্যাশন সদর বাজারের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে সরকার অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি এবং অ্যান্টিবায়োটিক রেজিস্টার সংরক্ষণ না করার অপরাধে ওষুধ ও কসমেটিকস আইন অনুযায়ী রুমা ড্রাগ হাউজকে ১০ হাজার, জহির মেডিকেলকে ১০ হাজার, আনোয়ার মেডিকেলকে ৫ হাজার, আমবিয়া ড্রাগ হাউজকে ৫ হাজার, সোলেমান মেডিকেলকে ৫ হাজার, হাজী ড্রাগ হাউজকে ৪ হাজার টাকাসহ মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন বলেন, ওষুধের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা জনগণের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই এ ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। অনিয়মকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

