বরিশালে নদীতে গোসলে নেমে মামা-ভাগনির মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ২৩: ২০

বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামে মেঘনার শাখা নদীতে গোসল করতে নেমে মামা ও ভাগনির মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ বছরের মামা আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হলেও ছয় বছরের ভাগনির সাউদা আক্তারের সন্ধান মেলেনি।

মৃত আব্দুল্লাহ বাউশিয়া গ্রামের মো. মোক্তার বাঘার ছেলে এবং নিখোঁজ সাউদা আক্তার একই গ্রামের শামীম বয়াতীর মেয়ে। সম্পর্কে তারা আপন মামা ও ভাগনি। মঙ্গলবার দুপুরে ওই এলাকার অপু চৌধুরীর স’ মিল সংলগ্ন নদীতে ডুবে যায় তারা।

বিজ্ঞাপন

হিজলা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আওলাদ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুর দেড়টার দিকে বাউশিয়া গ্রামের স’ মিল সংলগ্ন নদীতে গোসল করতে নামে মামা আব্দুল্লাহ ও ভাগনি সাউদা আক্তার। নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় তারা। অনেক খোঁজাখুঁজির পর আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হলেও সাউদার সন্ধান মেলেনি। তিনি আরো জানান, বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত