আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পায়রা নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

পায়রা নদীতে গোসল করতে নেমে যুবকের মৃত্যু

বরগুনার আমতলীতে পায়রা নদীতে গোসল করতে নেমে সজল (২৪) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৬টার দিকে।

নিহত সজল আমতলী পৌরসভার ১ নং ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত সিরাজুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সজল পায়রা নদীতে গোসল করতে নেমে নদীতে ডুব দেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাকে দেখতে না পেয়ে আশেপাশের লোকজন খোঁজাখুজি শুরু করেন।

খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তারা নদীর গভীর থেকে সজলের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন