‘পিআর পদ্ধতি জাতীয় স্বার্থবিরোধী’

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ২৬
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ৩১

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘পিআর পদ্ধতি জাতীয় স্বার্থের পরিপন্থী। আগামী দিনের সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের চালিকা শক্তি হিসেবে গড়ে উঠতে হবে। পড়াশোনা শেষে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।’

বিজ্ঞাপন

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় চরফ্যাশন পৌর শহরের ব্রজ গোপাল টাউন হলে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে এসএসসি/দাখিল জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নয়ন আরো বলেন, ‘বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলে শহীদ জিয়ার দেখানো পথে উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষার আধুনিকায়নে কাজ করবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়ছর আহমেদ কমল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোফরান মহাজন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম ভুট্রু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন কবির সিকদার, এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরণ, ফাতেমা মতিন মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দিন বাচ্চু, ইনকিলাব প্রতিনিধি কামাল গোলদার, আলিগাঁও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়বুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরফ্যাশন সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান জুয়েল।

কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সালমান সাজিদ ও নুরুন আশসিফা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত