আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সন্ত্রাসী কিংবা অস্ত্রধারী কেউ ছাড় পাবে না: ডিআইজি বরিশাল রেঞ্জ

বরিশাল অফিস

সন্ত্রাসী কিংবা অস্ত্রধারী কেউ ছাড় পাবে না: ডিআইজি বরিশাল রেঞ্জ

বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ বলেছেন, সবার আগে দেশ—এই ব্রত সামনে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় শিগগিরই বরিশাল বিভাগজুড়ে যৌথ বাহিনীর অভিযান শুরু করা হবে। অবৈধ অস্ত্র উদ্ধার ও ডেভিল হান্টে কাউকে ছাড় দেওয়া হবে না। যেখানেই লুকিয়ে থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্নের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে আমরা পুরোপুরি প্রস্তুত।’

বিজ্ঞাপন

গতকাল সোমবার দুপুরে বরিশালের আইনশৃঙ্খলা বিষয়ে বিভিন্ন সংসদ সদস্য পদপ্রার্থীর অভিযোগ নিয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ এসব কথা বলেন।

আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ভূমিকা বিষয়ে রেঞ্জ ডিআইজি আরো বলেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতিমধ্যেই আমরা বরিশাল বিভাগের সব জেলা-উপজেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রেখেছি।

তিনি বলেন, ‘ভোট দিতে আসা জনগণকে আমরা শতভাগ নিশ্চয়তা দেব, জনগণ উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে আসবেন এবং জনগণ যাকে খুশি তাকে ভোট দেবেন। দিনের ভোট দিনেই হবে, রাতে আর হবে না ইনশাআল্লাহ।’ তিনি বলেন, ‘প্রার্থী ও ভোটারদের ভোটকেন্দ্রে আসতে সম্পূর্ণ নিরাপত্তা দেবে পুলিশ। পুরোপুরি লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত হচ্ছে। আইনশৃঙ্খলা বিঘ্নকারী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। ভোটের সময় প্রার্থী ও জনগণের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হবে। সবার সহায়তা পেলে আগামী দিনে সুন্দর একটি নির্বাচন সম্পন্ন হবে।’

রেঞ্জ ডিআইজি আরো বলেন, ‘বরিশালের বিভিন্ন উপজেলা, বিশেষ করে উজিরপুর, বাবুগঞ্জ ও বানারীপাড়া একসময় নিষিদ্ধ ঘোষিত সর্বহারা অধ্যুষিত এলাকা ছিল বলে জানতে পেরেছি। সর্বহারার এখন শেষ অধ্যায়। সর্বহারাদের যে অস্ত্র ছিল, তা এখনো রয়ে গেছে এমন কথাও বলা হচ্ছে। অস্ত্র থেকে থাকলে তা উদ্ধারের চেষ্টা করা হবে । তবে এ ক্ষেত্রে জনগণের সহায়তা প্রয়োজন। এসব অবৈধ অস্ত্র উদ্ধার ও অস্ত্রধারীদের গ্রেফতার করতে যৌথ বাহিনীর অভিযান শুরু করা হবে।’

অন্যান্য এলাকার তুলনায় বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালো উল্লেখ করে ডিআইজি মঞ্জুর মোর্শেদ আরো বলেন, ‘নির্বাচনি আচরণবিধি সব প্রার্থীকেই মেনে চলতে হবে। এ বিষয়ে অবশ্যই প্রার্থীদের সচেতন থাকতে হবে। আচরণবিধি লঙ্ঘন নিয়েও অনেক সময় বিভিন্ন প্রার্থী-সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।’

উল্লেখ্য, বরিশালের বিভিন্ন এলাকায় অস্ত্রধারীদের আনাগোনা ও বোমা তৈরি হচ্ছে—সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও বরিশাল সদর-৫ আসনের বাসদের সংসদ সদস্য পদপ্রার্থী মনিষা চক্রবর্তী। তাদের অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়ে এ প্রতিক্রিয়া জানান ডিআইজি মঞ্জুর মোর্শেদ।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন