আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অবৈধ অনুপ্রবেশের দায়ে আরাকান আর্মির সহযোগীসহ আটক ২

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

অবৈধ অনুপ্রবেশের দায়ে আরাকান আর্মির সহযোগীসহ আটক ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুল এলাকায় অনুপ্রবেশের দায়ে আরাকান আর্মির সহযোগীসহ এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দুপুরে বাংলাদেশ-মিয়ানমার তুমব্রু সীমান্তে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, মিয়ানমারের মংডু জেলার মেদাইক গ্রামের উচলা চাকমার ছেলে ওলাই চাকমা (২৪), যিনি আরাকান আর্মির সহযোগী হিসেবে পরিচিত। তার সঙ্গে আটক হয়েছেন রাঙামাটি সদরের বেদবেদি এলাকার জ্ঞানরঞ্জন চাকমার ছেলে নয়ন চাকমা (৩০)।

বিজিবি সূত্রে জানা গেছে, ৩৪ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে বিজিবির একটি দল সীমান্ত এলাকায় নজরদারির সময় সন্দেহজনক চলাচল দেখে তাদের আটক করে। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওলাই চাকমার আরাকান আর্মির সহযোগী হিসেবে সংশ্লিষ্টতা পাওয়া যায়। তারা কী উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তা জানতে তদন্ত চলছে।

বিজিবি সূত্রে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় অপরাধ দমন, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান এবং নিরাপত্তা জোরদারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃতদের প্রচলিত আইন অনুযায়ী পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন