দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসবাদ ও মামলাবাণিজ্যের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে একটি বেকারমুক্ত, শোষণমুক্ত ও জুলুমমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কক্সবাজার৪ (উখিয়া–টেকনাফ) আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।
বুধবার বাদ মাগরিব উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দিনে দিনে চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত ও জুলুমমুক্ত দেশ গড়তে হলে দাঁড়িপাল্লার বিকল্প নেই। বিগত ৫৪ বছরে যারা দেশ পরিচালনা করেছেন, তারা জনগণের আকাঙ্ক্ষা ও মৌলিক চাহিদা পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছেন। জনতার সরকার প্রতিষ্ঠা করতে হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটকে ক্ষমতায় আনতে হবে।
আনোয়ারী আরো বলেন, আগামীর নির্বাচন হলো আধিপত্যবাদের বিরুদ্ধে লাল কার্ড, জুলুমতন্ত্রের বিরুদ্ধে লাল কার্ড, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লাল কার্ড এবং মামলাবাণিজ্যের বিরুদ্ধে লাল কার্ড। শোষণমুক্ত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে জনগণের আমানত রক্ষার জন্য ইসলামপন্থিদের পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দিতে তিনি জনগণের প্রতি সবিনয় অনুরোধ জানান।
জালিয়াপালং ইউনিয়নের মাওলানা মুহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ৬নং ওয়ার্ড সভাপতি হাফেজ নুরুল আমীনের উপস্থাপনায় অনুষ্ঠিত এ পথসভায় আরো বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জাহেদুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল হক, এনসিপি নেতা ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ হোসাইন, খেলাফত মজলিস জেলা শাখার সহসভাপতি মাওলানা হাফেজ মুহাম্মদ নুরুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ আল হাসান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান, ইউনিয়ন আমির মাওলানা হোসাইন আহমদ মাদানী, নায়েবে আমির মাস্টার দিদার আহমদ সিকদার, জালিয়া পালং ইউপি সদস্য হাফেজ মাওলানা জালাল উদ্দীন, উপজেলা শিবির সভাপতি সাইফুল ইসলাম সোহরাওয়ার্দীসহ স্থানীয় ১১ দলীয় জোটের নেতারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

