আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উখিয়া-টেকনাফ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান চৌধুরী

মাদকমুক্ত সমাজ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে ধানের শীষে ভোট চাই

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

মাদকমুক্ত সমাজ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে ধানের শীষে ভোট চাই
ছবি: আমার দেশ

মাদকমুক্ত সমাজ গঠন, রোহিঙ্গা প্রত্যাবাসন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত এবং উখিয়া–টেকনাফের বেকারদের জন্য টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ) আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী শাহজাহান চৌধুরী।

গতকাল বুধবার বিকেলে উখিয়া উপজেলার থাইংখালী স্টেশনে আয়োজিত ধানের শীষের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথসভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা বিএনপির নেতা রশিদ আহমদ।

বিজ্ঞাপন

শাহজাহান চৌধুরী বলেন, উখিয়া–টেকনাফ দীর্ঘদিন ধরে মাদক, রোহিঙ্গা ও সন্ত্রাসের কবলে রয়েছে। এসব সমস্যার স্থায়ী সমাধান করতে হলে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। বিএনপি ক্ষমতায় এলে উখিয়া–টেকনাফকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে এবং সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, উখিয়া–টেকনাফের হাজার হাজার বেকার যুবক-যুবতীর জন্য টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পর্যটন, মৎস্য, কৃষি ও ক্ষুদ্র শিল্প খাতে কর্মসংস্থান সৃষ্টি করে এলাকার অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে।

সম্প্রতি মিয়ানমারের আরকান আর্মির ছোড়া গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে শাহজাহান চৌধুরী বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিএনপি ক্ষমতায় এলে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবাদ জোরালো করা হবে।

রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা সমস্যার স্থায়ী কোনো সমাধান করতে পারেনি। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আন্তর্জাতিক মহলের সঙ্গে কূটনৈতিক তৎপরতা জোরদার করে সম্মানজনক ও নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের কারণে স্থানীয় জনগণের ওপর যে সামাজিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে, তা লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

শাহজাহান চৌধুরী দাবি করেন, বিএনপি আমলে উখিয়া–টেকনাফ এলাকায় অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে আরও একটি কলেজ প্রতিষ্ঠা করা হবে। বর্তমানে আওয়ামী লীগের বেশির ভাগ নেতাকর্মী এলাকায় অনুপস্থিত, জনগণ বিএনপির দিকেই তাকিয়ে আছে।

পথসভায় আরও বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, সহসভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম, কক্সবাজার জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান, রত্নাপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্বাসউদ্দীন, নুরুল কবির চৌধুরী, খায়রুল আলম চৌধুরী, জালিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, পালংখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন সেলিম জাহাঙ্গীর মেম্বার, নুরুল আমিন মেম্বার ও জয়নাল মেম্বার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম. মোকতার আহমদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...