আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাটগ্রামে ট্রেন দুর্ঘটনায় যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

পাটগ্রামে ট্রেন দুর্ঘটনায় যুবকের মৃত্যু
ছবি: আমার দেশ

লালমনিরহাটের পাটগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনে ওঠার সময় পিছলে পড়ে মুন্না ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে পাটগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, নিহত ব্যক্তি পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়া এলাকার বাসিন্দা কাপড় ব্যবসায়ী খোকন হোসেনের বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুন্না ইসলাম ফজরের নামাজ আদায় শেষে পাটগ্রাম রেলওয়ে স্টেশন মসজিদ এলাকা থেকে বের হয়ে স্টেশনের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন স্টেশনে প্রবেশ করে। এ সময় তিনি তাড়াহুড়ো করে উঠতে গিয়ে পিছলে পড়ে যান। এ সময় মুন্না ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার নুর আলম বলেন, সকাল সাড়ে ৬টায় বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ট্রেন পাটগ্রাম স্টেশনে প্রবেশ করে। এমন সময় মুন্না ইসলাম তাড়াহুড়ো করে উঠতে গিয়ে পিছলে পড়ে যান। তারপর মাথায় আঘাত পেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন ।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন, ‘পাটগ্রাম রেলওয়ে স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। এখন আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...