আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাতিসংঘে ফিলিস্তিনি দূত

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরাইলের পূর্ণ প্রত্যাহার জরুরি

আমার দেশ অনলাইন

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরাইলের পূর্ণ প্রত্যাহার জরুরি
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য ইসরাইলের সম্পূর্ণ প্রত্যাহার এবং উপত্যকার ভবিষ্যৎ নিয়ন্ত্রণের চেষ্টা বন্ধ করা জরুরি। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তিনি এ কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, অন্যান্য দেশের মতো ফিলিস্তিনের সমস্যার সমাধানও জরুরি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

২০২৫ সালের অক্টোবরে সম্পাদিত গাজা যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়ে মনসুর বলেন, ‘আমরা এই পরিকল্পনাকে সমর্থন করি। কারণ এটি গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর চালানো হত্যাকাণ্ড, দুর্ভিক্ষ এবং অভূতপূর্ব মানবিক বিপর্যয়ের অবসান ঘটানোর পথ প্রশস্ত করবে।’

বিজ্ঞাপন

মনসুর ফিলিস্তিনি ভুক্তভোগীদের জন্য জবাবদিহির অভাব নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, ‘অগণিত ফিলিস্তিনি পরিবারের কী হবে, যাদের প্রিয়জনদের হত্যা করা হয়েছে, হাজার হাজার লাশ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, এখনো শনাক্ত করা হয়নি এবং মর্যাদাপূর্ণভাবে সমাধিস্থ করা হয়নি।’

তিনি আরো বলেন, ‘যারা হাজার হাজার আটক, নির্যাতন, অপমান, অনাহার, ধর্ষণ বা নিখোঁজদের ফিরে আসার জন্য অপেক্ষা করছিল, তাদের পরিবারগুলির কী হবে?’

দাতা মানবিক সংস্থাগুলোর বিরুদ্ধে ইসরাইলি কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে মনসুর বলেন, ইসরাইলকে অবশ্যই ‘মানবিক কর্মীদের বিরুদ্ধে যুদ্ধ’ বন্ধ করতে হবে, যার মধ্যে জাতিসংঘের ফিলিস্তিনবিষয়ক শরণার্থী সংস্থা এবং এনজিওগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

তিনি বলেন, জাতিসংঘের স্থাপনাগুলোতে বারবার ইসরাইলি হামলার ফলে তাদের পরিচালনার ক্ষমতা হ্রাস পেয়েছে।

ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরাইলের কোনো সার্বভৌমত্ব নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আবার্ও জোর দিয়ে বলছি, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরিইল সার্বভৌম নয়। জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনে এই অবৈধ দখলদারির কোনো অধিকার নেই।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন