উপজেলা প্রতিনিধি, (চকরিয়া) কক্সবাজার
কক্সবাজারের চকরিয়া থানা হাজত থেকে দুর্জয় চৌধুরী নামে এক স্কুল কর্মচারীর লাশ উদ্ধারের ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহারের পর এবার বদলি করা হয়েছে থানার ওসিকেও।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ হানিফ মিয়া, কনস্টেবল ইশারক হোসাইন ও মোহাম্মদ মহিউদ্দিনকে কর্তব্য অবহেলার দায়ে জেলা পুলিশ সুপার মো. সাইফ উদ্দীন শাহীনের নির্দেশে চকরিয়া থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। একই ঘটনায় শনিবার বিকালে পুলিশ সুপারের নির্দেশে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আসলামকে বদলি করে জেলা পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ হিসেবে নিযুক্ত করা হয়।
চকরিয়া থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে তৌহিদুল আনোয়ারকে। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. জসীম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার (২২ আগস্ট) ভোররাত ৪টার দিকে চকরিয়া থানা হাজতের একটি কক্ষ থেকে দুর্জয় চৌধুরী নামে এক স্কুল কর্মচারীর গলায় শার্ট প্যাঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ঘটনাস্থলে গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করেন। নিহত দুর্জয় চৌধুরী চকরিয়া পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী হিন্দুপাড়া এলাকার কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
চকরিয়া থানা সূত্রে জানা যায়, চকরিয়া পৌর সদরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী দুর্জয় চৌধুরীর বিরুদ্ধে ২ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খানম। ওই সময় প্রধান শিক্ষকসহ আরো বেশ কয়েকজন শিক্ষক অভিযুক্ত দুর্জয় চৌধুরীকে ধরে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
পরে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রপায়ন দেব তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশকে নির্দেশ দিলে রাত ১১টার দিকে পুলিশ একটি জিডি এন্টি করে দুর্জয় চৌধুরীকে সন্দেহভাজন আসামি হিসেবে থানা হাজতে আটক রাখে। রাত ১টা ২৭ মিনিটের দিকে থানার সিসিটিভি ফুটেজে দুর্জয় চৌধুরীকে থানা হাজতের ভেতর হাঁটতে দেখা গেলেও ভোররাত ৪টার দিকে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পুলিশ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর ময়না তদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
কক্সবাজার জেলা পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় কক্সবাজার পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন শাহীনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র জসীম উদ্দিন চৌধুরীকে প্রধান করে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাস ও চকরিয়া কোর্ট পুলিশের পরিদর্শককে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির অন্যতম সদস্য এএসপি অভিজিৎ দাস বলেন, ইতোমধ্যে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছেন। সঠিক তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন পুলিশ সুপার মহোদয়ের নিকট জমা দেয়া হবে।
কক্সবাজারের চকরিয়া থানা হাজত থেকে দুর্জয় চৌধুরী নামে এক স্কুল কর্মচারীর লাশ উদ্ধারের ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহারের পর এবার বদলি করা হয়েছে থানার ওসিকেও।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ হানিফ মিয়া, কনস্টেবল ইশারক হোসাইন ও মোহাম্মদ মহিউদ্দিনকে কর্তব্য অবহেলার দায়ে জেলা পুলিশ সুপার মো. সাইফ উদ্দীন শাহীনের নির্দেশে চকরিয়া থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। একই ঘটনায় শনিবার বিকালে পুলিশ সুপারের নির্দেশে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আসলামকে বদলি করে জেলা পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ হিসেবে নিযুক্ত করা হয়।
চকরিয়া থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে তৌহিদুল আনোয়ারকে। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. জসীম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার (২২ আগস্ট) ভোররাত ৪টার দিকে চকরিয়া থানা হাজতের একটি কক্ষ থেকে দুর্জয় চৌধুরী নামে এক স্কুল কর্মচারীর গলায় শার্ট প্যাঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব ঘটনাস্থলে গিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করেন। নিহত দুর্জয় চৌধুরী চকরিয়া পৌর সভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী হিন্দুপাড়া এলাকার কমল চৌধুরীর ছেলে। তিনি চকরিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
চকরিয়া থানা সূত্রে জানা যায়, চকরিয়া পৌর সদরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী দুর্জয় চৌধুরীর বিরুদ্ধে ২ লাখ ৮৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এনে বৃহস্পতিবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খানম। ওই সময় প্রধান শিক্ষকসহ আরো বেশ কয়েকজন শিক্ষক অভিযুক্ত দুর্জয় চৌধুরীকে ধরে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
পরে স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রপায়ন দেব তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা পুলিশকে নির্দেশ দিলে রাত ১১টার দিকে পুলিশ একটি জিডি এন্টি করে দুর্জয় চৌধুরীকে সন্দেহভাজন আসামি হিসেবে থানা হাজতে আটক রাখে। রাত ১টা ২৭ মিনিটের দিকে থানার সিসিটিভি ফুটেজে দুর্জয় চৌধুরীকে থানা হাজতের ভেতর হাঁটতে দেখা গেলেও ভোররাত ৪টার দিকে তার ঝুলন্ত লাশ দেখতে পায় পুলিশ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এরপর ময়না তদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।
কক্সবাজার জেলা পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় কক্সবাজার পুলিশ সুপার মো. সাইফ উদ্দিন শাহীনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা পুলিশের মুখপাত্র জসীম উদ্দিন চৌধুরীকে প্রধান করে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাস ও চকরিয়া কোর্ট পুলিশের পরিদর্শককে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির অন্যতম সদস্য এএসপি অভিজিৎ দাস বলেন, ইতোমধ্যে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছেন। সঠিক তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন পুলিশ সুপার মহোদয়ের নিকট জমা দেয়া হবে।
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে