আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী আটক
ছবি: আমার দেশ।

কক্সবাজারের বৃহত্তর উপজেলা চকরিয়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৫টি দেশীয় ধারালো অস্ত্রসহ মোঃ রোকন নামে এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ডুলাহাজারা বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।

সেনাবাহিনী সূত্র জানায়, ডুলাহাজারা ইউনিয়নের ‘ত্রাস’ হিসেবে পরিচিত মোঃ রোকন দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ডাকাতি ও জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ৫টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

সূত্র আরো জানায়, আটক রোকনের বিরুদ্ধে চকরিয়া থানায় খুন, অস্ত্র ও ডাকাতিসহ ৩টি পৃথক মামলা রয়েছে।

ধৃত রোকন ও উদ্ধার হওয়া অস্ত্র পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...