খাগড়াছড়িতে নাহিদ ইসলাম

পাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১৭: ৩৬
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১৮: ০৯

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পাহাড়ে অনেক জাতিগোষ্ঠী বসবাস করে। অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা প্রতিটি ক্ষেত্রে সকল জাতিগোষ্ঠীই বঞ্চিত। ফলে পাহাড়ের উন্নয়নের জন্য ঐক্যের বিকল্প নেই, সম্প্রীতির বিকল্প নেই। বাংলাদেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখন্ডতা, জাতীয় নিরাপত্তা মাথায় রেখে এনসিপি সকল জাতিগোষ্ঠীর ঐক্য, সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা নিয়ে এসেছে। আমরা বাংলাদেশকে একটি বহুভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে গড়ে তুলতে চাই।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে খাগড়াছড়িতে পদযাত্রা শেষে শাপলা চত্বরে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, নতুন দলকে কেউ জায়গা দিতে চায় না। গত ৫৪ বছর ধরে যারা রাজনীতি করছে তারা নিজেরাই শুধু রাজনীতি করতে চায়।

এ সময় তিনি পাহাড়কে নতুনভাবে গড়তে, পাহাড়ের মানুষের অর্থনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও রাজনৈতিক অধিকারের পক্ষে বিদ্যমান রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এরআগে সোমবার সকালে চট্টগ্রাম থেকে রওয়ানা দিয়ে দুপুর ২টা ২০ মিনিটে এনসিপির কেন্দ্রীয় নেতারা খাগড়াছড়িতে আসেন।

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আখতার হোসাইন, দক্ষিণ অঞ্চলের কেন্দ্রীয় সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমাসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়াও সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির জ্যোষ্ঠ সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত