জালে ধরা পড়লো ১৮ কেজির পোপা মাছ, দাম ১ লাখ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০: ২৪

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সাগরে জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি কালো পোপা মাছ। মাছটির দাম চাওয়া হয়েছিল ১ লাখ টাকা। পরে ৯৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (২৮ সেপ্টেম্বর) সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে আব্দুল মোনাফের মালিকানাধীন ট্রলারের জালে মাছটি ধরা পড়ে।

ট্রলার মালিক আব্দুল মোনাফ সাংবাদিকদের জানান, তার ট্রলারের জেলেরা সাগরে জাল ফেলে মাছ শিকার করছিলেন। এ সময় অন্যান্য মাছের পাশাপাশি বড় আকারের একটি কালো পোপা মাছ ধরা পড়ে। এটির ওজন ১৮ কেজি।

তিনি বলেন, মাছটি সেন্টমার্টিন বাজারে এক লাখ টাকা দাম হাঁকিয়েছিলাম। পরে তা ৯৫ হাজার টাকায় বিক্রি করি। যেটি স্থানীয় মাছ ব্যবসায়ীরা কিনে নেন।

টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, বড় কালো পোপা মাছ খেতে যেমন সুস্বাদু, তার দামও বেশি।

মাছটির বায়ুথলী সার্জিক্যাল কাজে ব্যবহৃত হয় বলে দাম বেশি বলে মন্তব্য করেন তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত