আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিয়ের একদিন পর স্ত্রীর ঘর থেকে স্বামী ও ভাইয়ের ছেলেকে অপহরণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

বিয়ের একদিন পর স্ত্রীর ঘর থেকে স্বামী ও ভাইয়ের ছেলেকে অপহরণ

কক্সবাজারের টেকনাফে বিয়ের একদিন পর রাতেই স্ত্রীর ঘর থেকে স্বামী ও তার ভাইয়ের ছেলেকে অপহরণ করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাহারছড়া মারিশবনিয়া এলাকায় স্ত্রী তৈয়বার বাড়ি থেকে তাদের অপহরণ করা হয়।

বিজ্ঞাপন

অপহৃত নূর কামাল (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার বাসিন্দা এবং রঙ্গিখালী এলাকার বাসিন্দা নূর হোসেনের ছেলে বেলাল উদ্দিন (১৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ফরিদ উল্লাহ।

তিনি বলেন, শুক্রবার তৈয়বার সঙ্গে নূর কামালের বিয়ে হয়। এর পরের দিন স্বামী ও ভাইয়ের ছেলেকে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা। অপহরণের বিষয়টি বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে জানানো হয়েছে।

তৈয়বা বলেন, গত শুক্রবার নূর কামালের সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে হয়। শনিবার রাতে পাঁচজন পাহাড়ি সন্ত্রাসি বাড়িতে ঢুকে বিয়ের ৬ লাখ টাকা ও স্বর্ণ চায়।

তিনি বলেন, আমার স্বামীকে অপহরণের জন্য নাকি ২০ লাখ টাকার চুক্তি করেছে তারা। এরপর দেড় ভরি স্বর্ণ ও নগদ ১৫ হাজার টাকাসহ আমার স্বামী ও ভাইয়ের ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায়।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) শোভন কুমার সাহা বলেন, অপহরণের বিষয়টি পরিবারের কাছ থেকে শুনেছি। তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন