আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই বীরত্ব সম্মাননা পেলেন আমার দেশের এম কে মনির

চট্টগ্রাম ব্যুরো

জুলাই বীরত্ব সম্মাননা পেলেন আমার দেশের এম কে মনির

জুলাই গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকা ও ত্যাগের স্বীকৃতি হিসেবে ‘জুলাই বীর সম্মাননা স্মারক’ পেয়েছেন দৈনিক আমার দেশের চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার এম কে মনির। একই সঙ্গে সারা দেশের প্রায় ১ হাজার ২০০ জন আহত ব্যক্তি, শহীদ পরিবার ও সাংবাদিককে ‘জুলাই বীরত্ব’ সম্মাননা দেওয়া হয়।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
‘২৪-িএর জুলাই গণঅভ্যুত্থানে বন্দরনগরী চট্টগ্রামে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন সাংবাদিক এম কে মনির। ওই বছরের ১৬ জুলাই তিনি নগরীর মুরাদপুরে ছাত্রলীগের হাতে আহত হন এবং ৪ আগস্ট নিউ মার্কেট-সংলগ্ন রাইফেল ক্লাবের সামনে সন্ত্রাসীদের হামলার শিকার হন। জুলাইজুড়ে তার সাহসী ভূমিকা প্রশংসনীয় হয়েছে। এছাড়া ৫ আগস্টের আগে-পরে জুলাইযোদ্ধা, শহীদ পরিবারের গৌরবগাথা নিয়ে উল্লেখযোগ্য ফিচার লেখেন এম কে মনির।

বিজ্ঞাপন

জানা যায়, রাজনৈতিক প্রেশার গ্রুপ আগ্রাসনবিরোধী আন্দোলনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার ফেলানী হত্যা দিবসে এই আয়োজন করা হয়। এতে সারা দেশ থেকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার, অঙ্গ হারানো জুলাইযোদ্ধা, আহত ও বার্তাবীরসহ ১ হাজার ২০০ জনকে ঢাকায় আমন্ত্রণ জানানো হয়। এর মধ্যে ১০২ সাংবাদিককে বার্তাবীর সম্মাননা দেওয়া হয়। আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে আয়োজিত ‘জুলাই বীর সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণ ও সমাজসেবায় কাজ করা প্রতিষ্ঠান জেএএম সংস্থা। এছাড়া ওয়ারিয়রস অব জুলাই নামে সংগঠনটিও তাদের সহযোগিতা করে।

বুধবার বেলা ১১টায় কোরআন তেলওয়াত ও রণসংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর নির্ধারিত সূচি অনুযায়ী বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হয়। এগুলো হলো— আলেমসমাজের কথন, আলেমদের সচিত্র, বিভাগীয় ১০ জন গুরুতর অঙ্গ হারানো যোদ্ধার বক্তব্য, ৬ শহীদ পরিবারের কান্না, বার্তাবীর কথন, ছাত্র ও যুবনেতা এবং জাতীয় নেতৃবৃন্দের বক্তব্য, প্রধান অতিথির বক্তব্য। এছাড়া, জুলাইয়ের ওপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, মধ্যাহ্নভোজ, চেক বিতরণ, কলরব সংগীত, আধুনিক বিপ্লবী সংগীত, শহীদ পরিবার ও সাংবাদিক প্রতিযোগিতা, র্যাফল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়।

সংগঠনটির সদস্যসচিব আল আমিন আটিয়া ও ডাকসুর সদস্য তাজিনুর রহমানের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত আহ্বায়ক তারেক আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-পাহাড়তলী-আকবরশাহ আংশিক) আসনে দলটির সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন আসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন জেএএম সংস্থার চেয়ারম্যান মেহরিন আনহার উজমা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠনের নেতা, শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তি ও সাংবাদিকেরা অনুষ্ঠানে বক্তব্য দেন।

আয়োজনে সহায়তা করা সংগঠন ওয়ারিয়র্স অব জুলাইয়ের সীতাকুণ্ড শাখার আহ্বায়ক মো. মারুফ জানান, প্রতি উপজেলা,ও জেলা শহর থেকে তালিকা পাঠানো হয়েছে। এতে প্রাথমিকভাবে প্রথম পর্বে যারা মনোনীত হয়েছেন, তাদের সম্মাননা স্মারক দেওয়া হলো। পরবর্তীতে দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন