আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ার বাউশিয়ায় গাড়ির ধাক্কায় নিহত ১

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ার বাউশিয়ায় গাড়ির ধাক্কায় নিহত ১

মুন্সীগঞ্জের গজারিয়ায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় জাহিদ হাসান ভুলু (৪৭) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। নিহত চালক জাহিদ হাসান বগুড়ার আদমদীঘি উপজেলার তারাই গ্রামের আয়াত আলীর ছেলে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় আনোয়ার সিমেন্ট ফ্যাক্টরি সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মহাসড়কে জাহিদ হাসান তার বিকল হওয়া পিকআপ মেরামত করছিলেন। পরে সড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি ধাক্কা ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শওকত হোসেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন