হাজীগঞ্জে শিয়ালের কামড়ে আহত ৮, সংকটাপন্ন বৃদ্ধ

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১৬: ২৯
শিয়ালের কামড়

চাঁদপুরের হাজীগঞ্জে শিয়ালের কামড়ে আটজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে বারেক বেপারীর (৬০) শারীরিক অবস্থা সংকটাপন্ন।

শনিবার সকালে উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বৃদ্ধ বারেক বেপারীসহ আহতরা হলেন রনি (২০), জসিম বেপারী (৩০), রেহান উদ্দিন (২০), হাছান বেপারী (১৫), রুবেল হোসেন (৪০), আবু তাহের (৪০), আব্দুল লতিফ (৪০), রুবেল হোসেনসহ (২৮) আরো কয়েকজন।

স্থানীয়রা জানান, ওই গ্রামের গাছগাছালির ভেতরে মাটির ডিবিতে ১৫ থেকে ২০টি শিয়ালের বাসা রয়েছে বলে তাদের ধারণা। এ দিন ভোর না হতেই দু’টি শিয়াল একত্রিত হয়ে গ্রামবাসীকে কামড়াতে শুরু করে। এতে আহত হয় আটজন আহত হন। যার মধ্যে দু'জনের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সাবেক ইউপি সদস্য কালাম বেপারী ও কবির হোসেন মোল্লা জানান, ভোরে লোকজন ঘুম থেকে উঠে রাস্তাতে আসলেই দুটি শিয়াল যাকে সামনে পেয়েছে, তাকেই কামড়ে দিয়েছে। তাৎক্ষণিক অনেকে লাঠিসোঁটাসহ হাতের কাছে যা পেয়েছে তা দিয়ে প্রতিহত করে রক্ষা পায়।

স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান, শিয়ালের কামড়ে বারেক বেপারীর অবস্থা একটু বেশি খারাপ। বন্যপ্রাণী আইন রক্ষা করে কিভাবে শিয়ালকে প্রতিহত করা যায় সেটি আমরা গ্রামবাসী মিলে চিন্তা করছি।

উপজেলা বন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, শিয়াল ধরে বনে ছেড়ে দেয়া আমাদের কাজ। কিন্তু আমাদের কোনো জনবল না থাকাতে তা সম্ভব হচ্ছে না তবে স্থানীয়রা শিয়াল ধরে দিলে আমরা বনে অবমুক্ত করে দেবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনে আল জায়েদ হোসেন জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখি কি করা যায়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত