ফেনীতে ৬৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ফেনীর র্যাব-৭ এর পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ওমর ফারুক (৩২)। তিনি ছাগলনাইয়া উপজেলার জয়নগর এলাকার আমির হোসেনের পুত্র।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ছাগলনাইয়া উপজেলার উত্তর পানুয়া লস্কর দিঘীর পাড়স্থ ওমানী হক ট্রেডার্সের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই সড়কের উপর নজরদারির চেকপোস্ট বসায় র্যাব। পরে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এসময় মাইক্রোবাসটি থেকে ৩ টি কালো রংয়ের ও ১টি সিলভার রংয়ের কাপড়ের ব্যাগে উদ্ধার করা হয়, যার ভিতরে ৬৪ কেজি গাঁজা ছিল। প্রতিটি ব্যাগে ০৮টি করে ৩২ টি গাঁজার বান্ডিল ছিল। যার আনুমানিক মূল ৬ লক্ষ ৪০ হাজার টাকা।
এছাড়া ওইসময় সাদা রংয়ের মাইক্রোবাসটিকেও আটক করা হয়। টয়োটা ব্র্যান্ডের গাড়ির রেজিঃ নম্বর- ঢাকা মেট্রো-চ-১৪-১০৪৮, ইঞ্জিন নং-2C-354805, চেসিস নং-CR41-0014703, আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা।
গ্রেপ্তারকৃত আসামীকে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর সারণি ১৯ (গ)/৩৮ ধারায় অপরাধ করায় ৩৬(১) এর সারণি ১৯ (গ)/৩৮ ধারা মূলে জব্দকৃত মাইক্রোবাস ও মাদকসহ ছাগলনাইয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ছাগলনাইয়া থানার ওসি মোঃ শাহীন মিয়া ‘আমার দেশ'কে বিষয়টি নিশ্চিত করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

