এনআইডি সংশোধনে অনিয়ম

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসে দুদকের অভিযান

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ২১: ৩৯

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে অনিয়মের অভিযোগে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদক চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহকারী পরিচালক এমরান হোসাইনের নেতৃত্বে চার সদস্যের একটি দল এ অভিযান চালায়।

বিজ্ঞাপন

এ সময় আঞ্চলিক ও জেলা নির্বাচন কমিশন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন দুদক কর্মকর্তারা। তারা এনআইডি সংশোধনের চারটি পুরোনো অভিযোগ এবং সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের বিষয়ে খোঁজখবর নেন।

দুদক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নিষ্পত্তি না হওয়া চারটি এনআইডি সংশোধনের ঘটনা তদন্ত করেন তারা। সংশোধিত এসব এনআইডির পেছনে আর্থিক লেনদেনের প্রমাণ পেতে চারটি সন্দেহজনক ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখছেন কর্মকর্তারা। তবে সংশ্লিষ্ট দপ্তর থেকে অ্যাকাউন্টগুলোর বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

অভিযানের প্রতিক্রিয়ায় চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন সাংবাদিকদের বলেন, যেসব এনআইডি সংশোধনের তথ্য চেয়েছে দুদক, সেগুলো আগেই নিষ্পত্তি করা হয়েছে। তবে তারা আরো কিছু তথ্য চেয়েছেন, আমরা তা দিয়েছি। তিনি আরো বলেন, আমার কার্যালয়ের কেউ অনিয়মে জড়িত থাকলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

দুদকের অনুসন্ধান শেষ না হলেও নির্বাচন কার্যালয়ের কর্মকর্তাদের সম্পৃক্ততা এবং আর্থিক লেনদেনের বিষয়ে প্রাথমিক তথ্য মিলেছে বলে সূত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট চারটি ব্যাংক অ্যাকাউন্টের মালিকানা ও লেনদেন ইতিহাস যাচাইয়ে শিগগিরই সংশ্লিষ্ট ব্যাংকের কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য চাইবে দুদক।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত