সাহসী সাংবাদিকতার স্বীকৃতি পেলেন জমির উদ্দিন

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১২: ১৪

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদদের কথা তুলে ধরার পাশাপাশি সাহসী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে পুরস্কার পেলেন ‘আমার দেশ’ পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার জমির উদ্দিন।

ঢাকার তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে গত ৩ আগস্ট তাকে এই সম্মাননা দেওয়ার কথা ছিল। তবে ব্যক্তিগত কারণে সেদিন উপস্থিত থাকতে না পারায় তিনি ৭ আগস্ট ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার গ্রহণ করেন।

বিজ্ঞাপন

জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে জমির উদ্দিন ছিলেন আজকের পত্রিকার চট্টগ্রাম ব্যুরোর নিজস্ব প্রতিবেদক। ওই সময় তাঁর একাধিক প্রতিবেদন সাহসিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য বিশেষভাবে আলোচিত হয়। এর মধ্যে ‘সেই ৮ অস্ত্রধারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই পুলিশের’, ‘আটকের পর দুই থানায় ১০ ঘণ্টা নির্যাতন’, ‘আব্বু-আম্মু আমি আন্দোলনে গেলাম’—সপ্তম শ্রেণির এক ছাত্রীর চিরকুটের গল্প, এবং গুলিতে নিহত ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম, শান্ত ও হৃদয় চন্দ্র তরুয়াকে ঘিরে মানবিক প্রতিবেদনগুলো গণআন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় জমির উদ্দিন বলেন, ‘এই সম্মাননা আমাকে শুধু গর্বিত করে না, আরো দায়বদ্ধ করে। আমি মনে করি, জনগণের পাশে থেকে সত্য বলার নামই সাংবাদিকতা।’

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘দেশের সংকটময় মুহূর্তে যারা সাহসিকতার সঙ্গে জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠেন, তাদের এই সম্মাননা সামান্য স্বীকৃতি মাত্র। সাহস ধরে রাখতে হবে এই সময় ইতিহাসের দিকে সাংবাদিকতা করতে হবে।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত