চারদিন পর আরাকান আর্মি ছাড়লো পণ্যবাহী দুটি জাহাজ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ১৬: ৪৬

মিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে আরাকান আর্মি তিনটি জাহাজের দুটি ছেড়ে দিয়েছে। বাকি জাহাজটি এখনও আটকে রাখা হয়েছে। আটকের ৪ দিন পর ছাড়া পেয়ে দুটি জাহাজ টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে।

সোমবার বেলা ১২টার দিকে জাহাজ দুটি টেকনাফ স্থলবন্দরে পৌঁছায়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহাদুর।

তিনি জানান, গত বৃহস্পতিবার তিনটি পণ্যবাহী জাহাজকে দেশটির রাখাইন সীমান্তে নাফনদীতে তল্লাশির কথা বলে আটকে দেয় আরাকান আর্মি। পর আজ সোমবার সকালে তারা দুটি জাহাজ ছেড়ে দেয়।

পণ্যবাহী জাহাজগুলোতে শুঁটকি, সুপারি, কফিসহ বিভিন্ন মালামাল রয়েছে।

স্থলবন্দর ও কয়েকজন ব্যবসায়ীর তথ্য মতে, আরাকান আর্মি তল্লাশি করা বড় দুটি জাহাজে ৩০ হাজারের বেশি বস্তা মালামাল রয়েছে। এর মধ্যে আচার, শুঁটকি, সুপারী, কফিসহ বিভিন্ন মালামাল রয়েছে। এসব পণ্যের মধ্যে শওকত আলী, ওফর ফারুক, মো. আয়াছ, এম এ হাসেম, মো. ওমর ওয়াহিদসহ অনেকের মালামাল রয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত