আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাভার ভ্যান-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)
কাভার ভ্যান-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার শেষ সীমান্তে একটি কাভার ভ্যান ও এক্স নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে উপজেলার আজিজনগর কলাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি এক্স নোহা মাইক্রোবাসকে চট্টগ্রামগামী একটি দ্রুতগতির কাভার ভ্যান সামনে থেকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে লোহাগাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম মো. মনছুর আলম (৪২)। তিনি বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের রফিক আহম্মদের পুত্র।

মাইক্রোবাসটির চালক মো. রিপন (৪০) নোয়াখালী জেলার মাইজদি সদর এলাকার মো. আবু তাহেরের পুত্র। মাইক্রোবাসে চালকসহ দুইজন পুরুষ ও দুইজন মহিলা ছিলেন।

বানিয়াছড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আমিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

এলাকার খবর
খুঁজুন