জেলা প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লায় চোরাই বাইক কেনার অভিযোগে যুবককে বর্বর নির্যাতনের ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, মিজান নামে ওই যুবকের হাত-পা বেঁধে বাঁশ দিয়ে নির্যাতন করছেন বিএনপি কর্মী মাহবুব আলম ভুট্টো, হানিফ ও তাদের সাঙ্গপাঙ্গরা।
নির্যাতনের শিকার মিজানের বাড়ি কুমিল্লা বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে। সে পেশায় সিএনজি চালক।
জানা যায়, ছয় মাস আগে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজারের সৈয়দপুর এলাকার জসীম উদ্দিনের ছেলে হানিফের সুজুকি বাইক চুরি হয়। সিসিটিভি ফুটেজ দেখে বাইক চোর সনাক্ত হয়। চুরির সাথে মিজান জড়িত বলে হানিফের দাবি।
তিন মাস আগে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার মাহবুব আলম ভুট্টো চুরির ঘটনার সমাধান করে দেন। চুরি হওয়া বাইকের টাকা মিজান দিবে রায় দেন ভুট্টো।
গত ২৮ মে সন্ধ্যায় কুমিল্লা সৈয়দপুর এলাকায় বাড়ি যাওয়ার সময় বাইকের মালিক হানিফ মিজানকে গাড়ি থেকে নামিয়ে একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতন করে। এ সময় চিৎকার বন্ধ করার জন্য মিজানের মুখ বেঁধে দেওয়া হয়। নির্যাতনের ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে।
এই ঘটনায় গত ২৪ এপ্রিল কুমিল্লা কোতয়ালী থানায় মামলা করেছিল হানিফ। মামলায় ৪ জনকে আসামি করা হয়। মামলার দ্বিতীয় আসামি নির্যাতনের শিকার মিজান।
এ বিষয়ে মামলার বাদী হানিফ বলেন, 'আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিলাম, এলাকার ছেলেরা তার ওপর নির্যাতন করেছে।'
মাহবুব আলম ভুট্টো জানান, 'আমি বিএনপির সমর্থক। তবে দলে কোনো পদপদবি নাই। বাইক চুরির ঘটনায় তাকে নির্যাতন করছে স্থানীয় কয়েকজন।'
এই বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, 'এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আমরা ভুট্টোকে খুঁজছি। সে মোবাইল বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়েছে। তবে নির্যাতনের শিকার মিজান চুরির সাথে জড়িত।'
কুমিল্লায় চোরাই বাইক কেনার অভিযোগে যুবককে বর্বর নির্যাতনের ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, মিজান নামে ওই যুবকের হাত-পা বেঁধে বাঁশ দিয়ে নির্যাতন করছেন বিএনপি কর্মী মাহবুব আলম ভুট্টো, হানিফ ও তাদের সাঙ্গপাঙ্গরা।
নির্যাতনের শিকার মিজানের বাড়ি কুমিল্লা বুড়িচং উপজেলা মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে। সে পেশায় সিএনজি চালক।
জানা যায়, ছয় মাস আগে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালীর বাজারের সৈয়দপুর এলাকার জসীম উদ্দিনের ছেলে হানিফের সুজুকি বাইক চুরি হয়। সিসিটিভি ফুটেজ দেখে বাইক চোর সনাক্ত হয়। চুরির সাথে মিজান জড়িত বলে হানিফের দাবি।
তিন মাস আগে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার মাহবুব আলম ভুট্টো চুরির ঘটনার সমাধান করে দেন। চুরি হওয়া বাইকের টাকা মিজান দিবে রায় দেন ভুট্টো।
গত ২৮ মে সন্ধ্যায় কুমিল্লা সৈয়দপুর এলাকায় বাড়ি যাওয়ার সময় বাইকের মালিক হানিফ মিজানকে গাড়ি থেকে নামিয়ে একটি পরিত্যক্ত ঘরে আটকে রেখে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতন করে। এ সময় চিৎকার বন্ধ করার জন্য মিজানের মুখ বেঁধে দেওয়া হয়। নির্যাতনের ভিডিও ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে।
এই ঘটনায় গত ২৪ এপ্রিল কুমিল্লা কোতয়ালী থানায় মামলা করেছিল হানিফ। মামলায় ৪ জনকে আসামি করা হয়। মামলার দ্বিতীয় আসামি নির্যাতনের শিকার মিজান।
এ বিষয়ে মামলার বাদী হানিফ বলেন, 'আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিলাম, এলাকার ছেলেরা তার ওপর নির্যাতন করেছে।'
মাহবুব আলম ভুট্টো জানান, 'আমি বিএনপির সমর্থক। তবে দলে কোনো পদপদবি নাই। বাইক চুরির ঘটনায় তাকে নির্যাতন করছে স্থানীয় কয়েকজন।'
এই বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম বলেন, 'এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেনি। আমরা ভুট্টোকে খুঁজছি। সে মোবাইল বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়েছে। তবে নির্যাতনের শিকার মিজান চুরির সাথে জড়িত।'
চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
১ ঘণ্টা আগেময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
২ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
২ ঘণ্টা আগে