
উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)

মাদকে সয়লাব হয়ে গেছে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়ন। সেখানে মাদকের বিরুদ্ধে কথা বলায় এক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। ২৪ আগস্ট বিকালে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মান্দারতলী গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী হনুফা বেগম ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহন পাটওয়ারী মানিককে অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে হনুফা জানান, ২৪ আগস্ট বিকালে হঠাৎ একদল লোক তাদের বাড়িতে এসে হামলা ও ভাঙচুর করে। বাধা দিতে গেলে হনুফা বেগম, মেয়ে নুরুন্নাহার বেগম ও তার স্বামী আরিফ শেখ আহত হন। তাদের উদ্দেশ্য ছিল জামাতা আরিফ শেখের বড় ধরনের ক্ষতি করা। আমরা এখন বাড়িতে নিরাপত্তাহীনতায় আছি। যেকোনো সময় আমাদের ওপর বড় ধরনের আক্রমণ হতে পারে।
ঘটনার শিকার আরিফ শেখ জানান, এই ইউনিয়ন মাদকে সয়লাব হয়ে গেছে। কিছু দিন আগে আমরা আমিরা বাজারে মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছি। আমি নিজেও মাদকের বিরুদ্ধে সোচ্চার। একজন মাদক বিক্রেতাকে সাবধান করার কারণে আমাদের ওপর হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করেছে মাদক কারবারি ইউপি সদস্য মোহন পাটওয়ারী মানিক গংরা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আমাদের এলাকা মাদক বিক্রি ও সেবনের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে মাদক কারবারিরা এতটা সাহস পেতো না।
স্থানীয় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হক জানান, পাশের ওয়ার্ডের একজন ইউপি সদস্য আমার ওয়ার্ডে এসে এ ঘটনা ঘটিয়েছে শুনে অবাক হয়েছি। কোনো ঘটনা হলে আমাকে জানাতে পারতো। আমরা সমাধান করতাম। এ ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এদিকে অভিযুক্ত ইউপি সদস্য মো. মোহন পাটওয়ারী মানিক বলেন, তারা কেন আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, আমি কিছুই জানি না। তাদের বাড়িতে হামলার সময় আমি ফরিদগঞ্জ উপজেলায় ছিলাম না। আমার বিরুদ্ধে অভিযোগ সত্যি হলে আমাকে যে সাজা দেবে আমি মেনে নেবো।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, বিষয়টি লিখিত অভিযোগের আলোকে তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মাদকে সয়লাব হয়ে গেছে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়ন। সেখানে মাদকের বিরুদ্ধে কথা বলায় এক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। ২৪ আগস্ট বিকালে ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মান্দারতলী গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী হনুফা বেগম ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহন পাটওয়ারী মানিককে অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে হনুফা জানান, ২৪ আগস্ট বিকালে হঠাৎ একদল লোক তাদের বাড়িতে এসে হামলা ও ভাঙচুর করে। বাধা দিতে গেলে হনুফা বেগম, মেয়ে নুরুন্নাহার বেগম ও তার স্বামী আরিফ শেখ আহত হন। তাদের উদ্দেশ্য ছিল জামাতা আরিফ শেখের বড় ধরনের ক্ষতি করা। আমরা এখন বাড়িতে নিরাপত্তাহীনতায় আছি। যেকোনো সময় আমাদের ওপর বড় ধরনের আক্রমণ হতে পারে।
ঘটনার শিকার আরিফ শেখ জানান, এই ইউনিয়ন মাদকে সয়লাব হয়ে গেছে। কিছু দিন আগে আমরা আমিরা বাজারে মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছি। আমি নিজেও মাদকের বিরুদ্ধে সোচ্চার। একজন মাদক বিক্রেতাকে সাবধান করার কারণে আমাদের ওপর হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করেছে মাদক কারবারি ইউপি সদস্য মোহন পাটওয়ারী মানিক গংরা।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, আমাদের এলাকা মাদক বিক্রি ও সেবনের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে মাদক কারবারিরা এতটা সাহস পেতো না।
স্থানীয় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হক জানান, পাশের ওয়ার্ডের একজন ইউপি সদস্য আমার ওয়ার্ডে এসে এ ঘটনা ঘটিয়েছে শুনে অবাক হয়েছি। কোনো ঘটনা হলে আমাকে জানাতে পারতো। আমরা সমাধান করতাম। এ ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এদিকে অভিযুক্ত ইউপি সদস্য মো. মোহন পাটওয়ারী মানিক বলেন, তারা কেন আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, আমি কিছুই জানি না। তাদের বাড়িতে হামলার সময় আমি ফরিদগঞ্জ উপজেলায় ছিলাম না। আমার বিরুদ্ধে অভিযোগ সত্যি হলে আমাকে যে সাজা দেবে আমি মেনে নেবো।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, বিষয়টি লিখিত অভিযোগের আলোকে তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
৩ ঘণ্টা আগে
নিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
৪ ঘণ্টা আগে
স্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
৫ ঘণ্টা আগে