মহেশখালীতে অস্ত্রসহ ৩ জন আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১৮: ২০

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দ্বীপের শীর্ষ সন্ত্রাসি শাহজাহানসহ ৩ জনকে আটক করেছে কোস্টগার্ড।

তারা জানায়, অস্ত্র বেচাকেনার সময় তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে বুধবার বিকালে কোস্টগার্ড উপজেলার কেরুণতলী এলাকায় বিশেষ এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ কেনাবেচার সময় ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, রাইফেলের ৫ রাউন্ড তাজা গোলা ও শটগানে ব্যবহৃত ২৫ রাউন্ড বিদেশি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ওই সময় সন্ত্রাসি শাহজাহানসহ তার দুই সহযোগী আটক করা হয়।

হারুন-অর-রশীদ বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত