আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, হাইমচর (চাঁদপুর)

মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ি মেঘনা নদী থেকে ৩০ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের ভাসমান লাশ উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে নীলকমল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক উকিলকান্দি গ্রামের পূর্ব পাশে মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

এস আই কাজল চন্দ্র মজুমদার সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটি চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।

নীলকমল নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন কুমার বিশ্বাস জানিয়েছেন, অজ্ঞাতনামা লাশটি শনাক্ত করার চেষ্টা চলছে। লাশের পরিচয় নিশ্চিত হলে এবং ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন