চট্টগ্রামে হত্যা মামলায় ২ জনের মৃত্যৃদণ্ড ১ জনের যাবজ্জীবন

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৫: ২৪

চট্টগ্রামে একটি হত্যা মামলায় দু’জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একইসাথে তাদেরকে ২৫ হাজার করে অর্থদণ্ড দেন আদালত। এ ছাড়াও একই মামলায় আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক নিশাদুজ্জামান এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম. এ. এম আজাদ।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, তানভীর মো. সজীব ও মোহাম্মদ হৃদয়। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন, মো. আহসান ওরফে ইয়াছিন।

জানা যায়, ইপিজেড থানার মাহফুজুর রহমান হত্যা মামলায় তাদের এই দণ্ড দেয়া হয়েছে। ২০২০ সালের ২ মে ইডিজেড থানার নিউমুরিং শাহীনশাহ টাওয়ারের পাশে বুলু মাঝির মায়ের দোতলা ভবনের সিঁড়ি সংলগ্ন কাপড়ের দোকানে মাহফুজুর রহমানকে (২৪) হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে ও মুখে কাপড় গুজে এবং স্কচটেপ দিয়ে মুখ বেঁধে রাখা হয়।

এ ঘটনায় তার বাবা আব্দুর রহমান ইপিজেড থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, দোকানের শাটার না থাকায় ভিকটিম দোকানেই রাতে অবস্থান করতেন। আসামিরা তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে গলায় ফাঁস লাগিয়ে দেয়। এই মামলায় ২০২২ সালে আদালত অভিযোগপত্র গঠন করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত