কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল ২৫ শে জানুয়ারি রোববার বিকালে নির্বাচনী প্রচারণায় আসছেন বলে নিশ্চিত করেছেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
২৪ জানুয়ারি শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান তারেক রহমানের কুমিল্লা আগমন উপলক্ষে দলীয় প্রস্তুতির অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে হাই স্কুল মাঠ পরিদর্শন করেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির ৬ টি আসনের সমন্বয়ক বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন মাঠ পরিদর্শন শেষে বলেন, তারেক রহমানের কুমিল্লার সমাবেশ টি স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে । মঞ্চের কাজ শেষ পর্যায়ে। ২৪ ঘন্টাই এখানে নিরাপত্তায় আমাদের নেতাকর্মীরা নিয়োজিত আছে।
কুমিল্লা -১১ চৌদ্দগ্রাম আসনের বিএনপির প্রার্থী চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা দৈনিক আমার দেশ কে বলেন, আমরা চেষ্টা করছি লক্ষাধিক লোকের সমাগম করার জন্য । এই প্রথম চেয়ারম্যান আমাদের চৌদ্দগ্রামে পা রাখবেন । চৌদ্দগ্রামের নেতাকর্মীরা খুবই উৎসাহ উদ্দীপনায় এবং ঈদের আমেজ উপভোগ করছে । উনি কুমিল্লার মাটিতে আসবেন এবং প্রথম ১৪ গ্রামে পা রাখবেন । চৌদ্দগ্রামের মাটি উনি পছন্দ করেছেন এজন্য আমরা উনাকে ধন্যবাদ জানাই । চৌদ্দগ্রামের মানুষ তারেক রহমানকে সংবর্ধনা দিতে সর্বোচ্চ চেষ্টা করবে ।
তিনি আরো বলেন, চৌদ্দগ্রামের মানুষের খুব আছে কষ্ট আছে । কারণ চৌদ্দগ্রামে আমাদের নেত্রী খালেদা জিয়াকে আসামি করে মামলা করা হয়েছিল । সেই মামলায় জামাতের তাহের সাহেব একদিনও জেল খাটেন নি । ওইটার জবাব দেওয়ার জন্য ১৪ গ্রামের মানুষ আজ ঐক্যবদ্ধ । দল মত নির্বিশেষে সকলেই সমাবেশে আসবেন ।
চৌদ্দগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খোরশেদ আলম দৈনিক আমার দেশকে জানান, তারেক রহমান চৌদ্দগ্রামে আসার পর চৌদ্দগ্রামের চিত্র পাল্টে যাবে । শুধু বিএনপির নেতাকর্মীরা নয়, চৌদ্দগ্রামের সর্বস্তরের মানুষ নেতাকে একনজর দেখার অপেক্ষায় আছে ।
উল্লেখ্য, রোববার কুমিল্লায় ৩ টি জনসভায় বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রাম, ফেনী জনসভা শেষে শুরুতেই কুমিল্লার চৌদ্দগ্রামে বক্তব্য রাখবেন তিনি। অনেকেই মনে করছেন এই আসনে জামায়াতের প্রার্থী কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। সেই কারণেই চৌদ্দগ্রামে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তারেক রহমান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

