আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
ছবি: আমার দেশ।

মাদারীপুর জেলার শিবচর উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সূর্যনগর সড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের(৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার(২৩ জানুয়ারি) বিকেলে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাইনুল হোসেনের নেতৃত্বে পুলিশের টিম গিয়ে লাশটি উদ্ধার করে। তবে লাশের পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

রবিন মিয়া নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘ঘুরতে এসে বিকেলে আন্ডারপাসের পাশে লাশ পড়ে থাকতে দেখে বাজারের লোকজন। তখন রাস্তার পাশেই পড়ে ছিল লাশটি। স্থানীয়রা কেউ চিনতে পারছে না। লোকটির বয়স আনুমানিক ৩০/৩৫ হবে।'

শিবচরের দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (উপ-পরিদর্শক) মাইনুল ইসলাম বলেন,' আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন