আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পদত্যাগ করলেন ইশতিয়াক সাদেক

স্পোর্টস রিপোর্টার

পদত্যাগ করলেন ইশতিয়াক সাদেক

বিসিবি পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাউন্সিলর হয়ে বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছিলেন তিনি। পদত্যাগ করায় আজ বিসিবির গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন না। বিসিবির একটি সূত্র তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করা এই পরিচালক গণমাধ্যমকে জানান, গেম ডেভেলপমেন্ট বিভাগের মতো গুরুত্বপূর্ণ বিভাগকে সময় দিতে পারছি না। এর জন্য নিজের কাছেই আমি অনুতপ্ত। এ কারণেই আমি পদত্যাগ করছি।

তবে বোর্ডের সঙ্গে কোন দ্বন্দ্বে জড়িয়ে কিংবা কাজ করতে কোন বাধার সম্মুখীন হয়েছেন এমন কোন অভিযোগ নেই তার। পদত্যাগ করে ইশতিয়াক সাদেক জানান, বোর্ডের কারও সঙ্গে কোন সমস্যা নেই। সবার সঙ্গে সুসম্পর্ক আছে। আমি নিজ থেকেই সরে যাচ্ছি।

এ নিয়ে গতকাল রাত ৮ টা পর্যন্ত কোন মন্তব্য করেনি বিসিবি সভাপতি কিংবা অন্যান্য পরিচালকরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন