চলতি মৌসুমে ফরাসি লিগ ওয়ানে দুর্দান্ত গতিতে ছুটছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। একের পর এক ম্যাচে জয় তুলে নিচ্ছে ফরাসি লিগ চ্যাম্পিয়নরা। নতুন বছরের শুরুতেও তাদের সেই জয়ের ধারাবাহিকতা অব্যাহত আছে। অন্য প্রতিযোগিতায় হোঁচট খেলেও লিগ জয়ের দিকে ভালোভাবেই এগোচ্ছে লুইস এনরিকের দল। এবার তারা ১-০ গোলে হারিয়েছে অক্সেরেকে। দলকে তিন পয়েন্ট এনে দেওয়া গোলটি করেন ব্র্যাডলি বার্কোলা।
গত ৮ জানুয়ারি ফরাসি সুপার কাপে মার্সেইয়ের বিপক্ষে টাইব্রেকারে শিরোপা জয়ের চারদিন পর, দুর্বল প্যারিস এফসির বিপক্ষে হেরে ফরাসি কাপের শেষ-৩২ থেকে ছিটকে পড়ে পিএসজি। এরপর গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগে নিজেদের সবশেষ ম্যাচে হার দেখতে হয়েছে পিএসজিকে। এই হারের তিক্ততা নিয়েই মাঠে নামে ইউরোপীয় চ্যাম্পিয়নরা। তাদের প্রতিপক্ষ অবনমন অঞ্চলের দল অক্সেরের বিপক্ষে বেশ ভুগতে হয়েছে।
লুইস এনরিকের আক্রমণাত্মক দর্শনের প্রতিফলন ঘটিয়ে ম্যাচজুড়ে বলের দখল নিয়ন্ত্রণে রাখে পিএসজি এবং ধারাবাহিকভাবে আক্রমণে ওঠে। তবে গনসালো রামোস ও খভিচা কভারাতস্কেলিয়ার নেওয়া শুরুর দিকের সুযোগগুলো কাজে লাগাতে না পারায় স্কোরলাইনে কোনো পরিবর্তন আসেনি। ঘরের মাঠে খেলা অক্সেরে শুরু থেকেই দৃঢ় রক্ষণ গড়ে তোলে এবং প্রথম ৭০ মিনিটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তোলে। আক্রমণে স্বাগতিকদের কিছু মুহূর্ত থাকলেও চ্যাম্পিয়নদের বিপক্ষে পরিষ্কার সুযোগ খুব একটা তৈরি করতে পারেনি তারা।
অবশেষে ম্যাচের গতিপথ বদলে দেন উসমান দেম্বেলে। দেম্বেলে ম্যাচটি শুরু করেছিলেন বেঞ্চে বসে, তবে মাঠে নামার সঙ্গে সঙ্গেই ম্যাচের গতি বদলে দেন তিনি। ম্যাচের ৭৯ মিনিটে তিনি নিখুঁত একটি পাস বাড়ান বার্কোলার দিকে। গতি নিয়ে সামনে এগিয়ে গিয়ে শান্ত মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন বার্কোলা। তাতে নিশ্চিত হয় তিন পয়েন্ট।
এই জয়ে লিগে টানা পাঁচ ম্যাচ জিতল লুইস এনরিকের দল। টানা পঞ্চম জয়ে টেবিলের শীর্ষে উঠেছে পিএসজি। ১৯ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট গত চারবারের চ্যাম্পিয়নদের। এক ম্যাচ কম খেলে দুইয়ে আছে লিওন। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৪৩।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

