আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রামে তিন অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে তিন অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি বন্দুক (এলজি) ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বুধবার উপজেলার মইজ্যারটেক কালারপুল রাস্তার শাহ আমানত গ্যাস পেট্রোল পাম্প এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক তিনজন হলেন- চট্টগ্রামের পটিয়ার বাণীগ্রামের মো. শফিকের ছেলে মো. নেজাম (২৭), একই এলাকার সামছুল আলমের ছেলে মো. মুনছুর (৪২) ও আবু সৈয়দের ছেলে জিসান আলম (১৮)।

গোয়েন্দা পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) হাবিবুর রহমান জানান, আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। দেশের যেকোনো স্থানে অস্ত্র ব্যবসা বা মজুদের খবর পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি বাগেরহাটের মোংলাতেও অভিযান চালিয়ে ইপিজেড থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার করে ডিবি। মহানগর গোয়েন্দা পুলিশ উত্তর জোনের উপকমিশনার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এই অভিযান চালানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন