চৌদ্দগ্রামে অস্ত্রসহ দুই যুবলীগ কর্মী আটক

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৩: ২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই যুবলীগ কর্মীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে মুন্সিরহাট ইউনিয়নের বিষবাগ গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বিষবাগ গ্রামের সাখাওয়াত হোসেন রিয়াজ ও মো. আরিফ।

বিজ্ঞাপন

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে বিষবাগ গ্রামে অভিযান চালিয়ে যুবলীগ কর্মী রিয়াজ ও আরিফকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক দুটি চাইনিজ কুড়াল, রামদা তিনটি, দা পাঁচটি, নুনচাক একটি, ছুরি একটি, নক একটি, ওয়্যার কাটার একটি, কার্তুজ এক রাউন্ড, দূরবীন একটি, পাসপোর্ট একটি এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, অস্ত্রসহ আটককৃত দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত