আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সীতাকুণ্ডে র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় আরও একজন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের এক কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ গ্রেপ্তার হওয়া ব্যক্তি মামুন (৩৮)। তাকে সোমবার চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকা থেকে আটক করা হয়।

বিজ্ঞাপন

নিহত র‍্যাব কর্মকর্তার নাম আব্দুল মোতালেব। তিনি র‍্যাব-৭-এর অধীনে পরিচালিত একটি অভিযানে অংশ নিতে গিয়ে গত ১৯ জানুয়ারি সোমবার বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলার শিকার হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইদ্রিস আমার দেশকে বলেন, এ ঘটনায় এ পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— জহির প্রকাশ জাহিদ, কালা বাচ্চু, সাগর, ইউনুস, আরিফ, মামুন ও মিজান। তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্র জানায়, র‍্যাব কর্মকর্তা আব্দুল মোতালেব হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে এজাহার দেওয়া হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম আমার দেশকে বলেন, মামলার তদন্তের অংশ হিসেবে তিনি একাধিকবার জঙ্গল সলিমপুর এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি আরও বলেন, ওই এলাকায় গিয়ে দেখা গেছে আগের তুলনায় অনেক মানুষ সেখানে নেই। মামলার ভয়ে অথবা জীবিকার তাগিদে কেউ এলাকা ছেড়ে গেছে, আবার কেউ আত্মগোপনে থাকতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...