জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত সময় পার করছে মেহেরপুরের প্রার্থীরা। আজ মঙ্গলবার সকালে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুন শহরের বিভিন্ন স্থানে নির্বাচনি প্রচার চালান।
মাসুদ অরুন বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে মানুষের মধ্যে ব্যাপক সাড়া, উৎসাহ ও উদ্দীপনা রয়েছে। পাড়া, মহল্লায়, গ্রামে কিংবা শহরে আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। মানুষ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ দেখতে চাই।
আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে সকলে সমঅধিকার ভোগ করবে। বৈষম্যহীন একটি সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘ সময় ধরে আমরা সংগ্রাম করেছি। আগামী ১২ তারিখ নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। যেখানে মানুষ তার অধিকার ফিরে পাবে।’
তিনি শহরের বোসপাড়া, ঘাটপাড়া ও বাগানপাড়ায় গণসংযোগ করেন । গণসংযোগের সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের কথা শোনেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

