মোটরসাইকেলে বিস্কুটের কার্টুনে মিলল ২৮ হাজার ইয়াবা

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৪: ০৪

কক্সবাজারের রামুতে উপজেলার রাজারকুল ইউনিয়নের পান্জেখানা-সোনাইছড়ি রোডে স্থানীয় ধাওয়ায় বিস্কুটের কার্টুনে ২৮ হাজার ইয়াবা রেখেই সটকে পড়েছেন এক মোটরসাইকেল আরোহী। শনিবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

খবর পেয়ে ঘটনাস্থলে যায় রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদের নেতৃত্বে পুলিশের টহল দল।

স্থানীয়রা জানান, সোনাইছড়ি রোড দিয়ে নিয়মিত মাদক চোরাচালান হয়ে থাকে। এলাকাটি মাদক পাচারকারীদের জন্য গোপন রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে স্থানীয়দের নজরদারির কারণে এবার বড় একটি চালান ধরা পড়েছে। তারা পুলিশের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন।

রামু থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে পরিত্যক্ত অবস্থায় ইয়াবা ও একটি মোটরসাইকেল পাই। এখন মাদক কারবারীরা নতুন কৌশলে ইয়াবা পাচার করছে। তবে স্থানীয়রা সতর্ক থাকলে এসব ঠেকানো সম্ভব। আমরা তদন্ত শুরু করেছি এবং জড়িতদের খুঁজে বের করতে কাজ করছি। আশপাশের এলাকা ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত